আড়াই মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু দেখলো বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:২৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
আড়াই মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু দেখলো বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৭০ জন। এর আগে চলতি বছরের ১৯ জুন ৬৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এছাড়া একই সময়ে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ১৬৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে ৭০ জনকে নিয়ে দেশে করোনায় সরকারি হিসাবে এ পর্যন্ত মোট প্রাণ হারালেন ২৬ হাজার ৪৩২ জন। একই সময়ে তিন হাজার ১৬৭ জনকে নিয়ে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন। একদিনে করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৯ হাজার ৪৭৯টি এবং পরীক্ষা হয়েছে ২৯ হাজার ৪৩৮টি। দেশে করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯০ লাখ ২১ হাজার ১০২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬৬ লাখ ৮২ হাজার ৫৯৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ২৩ লাখ ৩৮ হাজার ৫০৪টি। একই সময়ে করোনা রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৫ শতাংশ।