আয়ারল্যান্ডের সাথে প্রথম টি-টুয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছে আয়ারল্যান্ড।
ওয়ানডে সিরিজ জয়ের পর আইরিশদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয়ের মিশন টাইগারদের সামনে। কিছুদিন আগেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ দল আশাবাদী আয়ারল্যান্ডের বিপক্ষে একই ফলাফলের ব্যাপারে। তবে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে শংকিত নয় আয়ারল্যান্ড। ওয়ানডে সিরিজ হারের স্মৃতিও ভুলে নতুন করে শুরু করতে চায় তারা। এদিকে আয়ারল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার কোচ হাথুরুসিংহে জানান, সব প্রতিপক্ষকের বিরুদ্ধেই একই পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।