ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ন ম্যাচে আজ মাঠে নামছে চেলসি
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ন ম্যাচে আজ মাঠে নামছে চেলসি। প্রতিপক্ষ টেবিলের তলানির দল বোর্নমাউথ । বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
টেবিলের সেরা চারে থাকলেও, শিরোপার রেস থেকে অনেকটাই দূরে ফেভারিট চেলসি। সমান ১৬ ম্যাচ শেষে টেবিল টপার লিভারপুলের সাথ ১৭ পয়েন্টের দূরত্বে ব্লুজরা। প্রতিনিয়ত নিজেদের হারিয়েই যেন খুজছেন উইলিয়ান-জিরুতরা। শেষ ম্যাচেও এভার্টনের কাছে ৩-১ গোলে হেরেছে চেলসি। নিজেদের আরো একবার প্রমাণে মাঠে নামছে ল্যাম্পার্ড বাহিনী। নিজেদের মাঠ হওয়ায় অনেকটাই আত্মবিশ্বাসী চেলসি। এদিকে, আসরে এখনো নিজেদের মেলে ধরতে পারনি বোর্নমাউথ। সমান ম্যাচে জয় পেয়েছে মাত্র ৪টায়। ১৬ পয়েন্ট পেয়ে টেবিলে তাদের অবস্থান ১৫। এদিকে, আলাদা ম্যাচে রাত ৯ টায় মাঠে নামবে বার্নলি, নিউক্যাসল ইউনাইটেড, লেস্টার সিটি, শেফিল্ড ও অ্যাস্টন ভিলা।