ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে রাতে মুখোমুখি হবে আর্সেনাল ও চেলসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১২:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচ। লন্ডন ডার্বিতে মুখোমুখি হবার অপেক্ষায় আর্সেনাল ও চেলসি। রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচ। একই সময় এভারটনের বিপক্ষে লড়বে লেস্টার সিটি। আর রাত ১টায় ম্যান সিটির প্রতিপক্ষ ব্রাইটন।
লিভারপুলের কাছে লিগ টেবিলের শীর্ষস্থান হারানো সিটির লক্ষ্য এ ম্যাচ জিতে নিজেদের শীর্ষস্থান পুনরুদ্ধার করা। তবে এফএ কাপের সেমিফাইনালে অলরেডদের কাছে হেরে কিছুটা চাপে সিটি বস পেপ গার্দিওয়ালা। লিগের শেষ ম্যাচেও জেতেনি সিটিজেনরা। লিভারপুলের সঙ্গে ড্র করেছে ২-২ গোলে। তাই ব্রাইটনের বিপক্ষে এ ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে পেপ গার্দিওয়ালা। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে দলে ফিরতে প্রস্তুত দুই সিটি তারকা কেভিন ডি ব্রুইন ও কাইল ওকার। অন্যদিকে লিগে শীর্ষ পাঁচে টিকে থাকার লড়াইয়ে চেলসির বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল।