ইংলিশ প্রিমিয়ার লিগে একধাপ এগিয়ে গেল ম্যান সিটি
- আপডেট সময় : ০৪:২৫:০০ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / ১৬১৬ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে আরো একধাপ এগিয়ে গেল ম্যান সিটি। লিডস ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে টেবিলে নিজেদের শীর্ষস্থান পাকাপোক্ত করেছে সিটিজেনরা। এ জয়ে ৩৪ ম্যাচে ৮৪ পয়েন্ট নিত্যে টেবিলের শীর্ষে পেপ গার্দিওলার দল। আর সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। এদিকে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে ব্লুজরা। আর ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল।
ঘরের মাঠে লিডস ইউনাইটেডকে হারিয়ে প্রিমিয়ার লিগ শিরোপার সুভাস পাচ্ছে ম্যান সিটি। ইতিহাদে
ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় সিটি। রিয়াদ মাহারেজের পাস থেকে গোল করে ইলকেয় গুন্ডোগান।
৮ মিনিট পর আবারো মাহারজের পাস থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন গুন্ডোগান।
আর ম্যাচের ৮৪ মিনিটে হ্যাট্রিকের সুযোগ পায় । তবে পেনাল্টি মিস করে সে সুযোগ হাতছাড়া করেন এই জার্মান তারকা।
এক মিনিট পরেই ব্যবধান কমায় লিডস। তবে আর গোল না হলে পুর্ন তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে সিটি।
এদিকে ব্যার্থতার বৃত্তে থাকা চেলসি জয় পেয়েছে ছয় ম্যাচ পরে। প্রতিপক্ষের মাঠে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় ব্লুজরা।
তবে লিড ধরে রাখতে পারনি বেশিক্ষণ। ১২ মিনিট পরেই মাতিয়াস ভিনিয়ার গোলে সমতায় ফেরে বোর্নমাউথ।
ম্যাচের ৮২ মিনিটে আবারো লিড পায় চেলসি। আর চার মিনিট পর দলের জয় নিশ্চিত করে জোয়াও ফেলিক্স।
লিগের অন্য ম্যাচে মোহাম্মদ সালহার একমাত্র গোলে ব্রেন্টফর্ডের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল।