ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ন ম্যাচে আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি
- আপডেট সময় : ১১:০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ন ম্যাচে আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। জেমস পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
প্রিমিয়ার লিগের এবারের মৌসুমটা একেবারেই ভাল যাচ্ছেনা ম্যানচেস্টার সিটি’র। ১৩ রাউন্ড শেষে টেবিল টপার লিভারপুলের সাথে সিটিজেনদের ব্যবধান ৯ পয়েন্ট। সবশেষ ১৪ মাস আগে লিগ টেবিলে এমন নড়বড়ে অবস্থান ছিল ম্যানসিটি’র। ফর্মে ফেরা, টেবিলে অবস্থানের উন্নতির ম্যাচে এবার প্রতিপক্ষের মাঠে নামছে গার্দিওলার শীষ্যরা। নিউক্যাসলের বিপক্ষে অতীত পরিসংখ্যান আত্মবিশ্বাস দিবে জেসুস-স্টার্লিংদের। তবে, ইনজুরি সমস্যা ভাবাচ্ছে সিটিজেনদের। ইনজুরি আক্রান্ত আগুয়েরা খেলতে পারছেন না এই ম্যাচে। বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরেই কাটাতে হবে আর্জেন্টাইন তারকাকে। অন্যদিকে, ম্যানসিটির বিপক্ষে ঘরের মাঠে চমক দেখাতে তৈরী নিউক্যাসল।