ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে লিভারপুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে লিভারপুল। লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে অলরেডরা। তবে, হোচট খেয়েছে টটেনহাম। সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্পার্সরা।
প্রতিপক্ষ লেস্টার মাঠে প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি লিভারপুল। জালের ঠিকানা খুজে পায়নি লেস্টার সিটিও। তবে, প্রথমার্ধে পেনাল্টি মিস করে আলোচনায় লিভারপুলের মোহাম্মেদ সালাহ। চার বছর পর কোন পেনাল্টি মিস করে দলের লিড এনে দিতে ব্যর্থ মিশরীয় ফরোয়ার্ড। তবে বিরতির পর আক্ষেপ ঘোচায় অলরেড শিবির। ৫৯ মিনিটে—লুকমানের গোলে জয় নিশ্চিত হয় লিভারপুলের। পুরো ম্যাচে ৬৪ শতাংশ বল নিজেদের দখলে রাখে ক্লপ শীষ্যরা। যদিও পরের সময়টায় আর গোল আদায় করতে পারেনি লিভারপুল। এ জয়ে ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অলরেডরা। শীর্ষ থাকা ম্যান সিটির চেয়ে ছয় পয়েন্ট কম।