ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যান সিটি ও আর্সেনাল
- আপডেট সময় : ০৫:১৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যান সিটি ও আর্সেনাল। বোনমার্থকে ৪-০ গোলে বিধস্ত করেছে সিটিজেনরা। আর লেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে গানাররা। অন্যদিকে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি।
ঘরের মাঠে প্রথমার্ধেই গেব্রিয়েল জেসুসের জোড়া গোলে এগিয়ে যায় আর্সেনাল। বিরতি থেকে ফিরে আত্নঘাতী গোলে সমতায় ফেরে লেস্টার সিটি। তবে ২ মিনিট পরেই গ্রানিট যাকার গোলে ব্যবধান বাড়ায় গানাররা। ম্যাচের ৭৪ মিনিটে আবার ব্যবধান কমায় লেস্টার। এক মিনিট পরে গাব্রিয়েল মার্তিনেলির গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাইকেল আর্তেতার শীষ্যরা। এদিকে ইতিহাদে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে ম্যান সিটি। বিরতির আগেই ৩-০ গোলের লিড নেয় পেপ গার্দিওলার দল। বিরতির পর আত্নঘাতী গোলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। অন্যদিকে লিগে টানা দ্বিতীয় ম্যাচ হেরে বড় ধাক্কা খেয়েছে ম্যানইউ। বিরিতির আগেই ৪ গোলের লিড নেয় ব্রেন্টফোর্ড।