ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে প্রথম জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড
- আপডেট সময় : ০২:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে প্রথম জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। টানা দুই হারের পর লিগের হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। মৌসুমের প্রথম জয়ে টেবিলের তলানি থেকে ১৪তম স্থানে উঠে এসেছে এরিক টেন হেগের দল। অন্যদিকে এ হারের ফলে মৌসুমে এখনো জয়হীন লিভারপুল। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১৬।
ম্যাচ শুরুর আগেই সবাইকে চমকে দেন এরিক টেন হেগ। ক্রিশ্চিয়ানো রোনালদো ও অধিনায়ক হ্যারি মাগুয়েরকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছিলেন ইউনাইটেড বস।
লিগে টানা দুই ম্যাচে হারের পর এদিন যেন মাঠে নিজেদের সর্বস্ব বিলিয়ে দেয়ার পণ করে নেমেছিলেন রেড ডেভিলরা। ওল্ড ট্রাফর্ডে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে লিভারপুল ডিফেন্সকে কঠিন বার্তা দেয় এলেঙ্গা, রাশফোর্ড, সাঞ্চোরা। ৯ মিনিটেই এগিয়ে যাওয়ার সহজ সুযোগ পায় ম্যানইউ। তবে ব্রুনো ফার্নান্ডেজের দারুণ ক্রসে গোলের সহজ সুযোগ মিস করেন অ্যান্টনি এলেঙ্গা।
এলেঙ্গা না পারলেও ভুল করেননি জ্যাডন সাঞ্চো। এলেঙ্গার পাসে ডি-বক্সে অ্যালিসনকে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন এই ইংলিশ তারকা। আর তাতেই নতুন মৌসুমে টানা তৃতীয় ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে ইয়ুর্গেন ক্লপের দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে লুইজ দিয়াজের ভুলে কাউন্টার এট্যাকে গিয়ে লিভারপুলের জাল ভেদ করেন মার্কাস রাশফোর্ড। দল এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
পিছিয়ে পড়ে খেলায় ফিরতে মরিয়া লিভারপুল সান্ত্বনা খুঁজে পায় ৮১ মিনিটে মোহাম্মদ সালাহর একমাত্র গোলে। ইউনাইটেডের কাছে হারায় নতুন মৌসুমে এখনো জয়বঞ্চিত লিভারপুল।