ইংলিশ লিগে অব্যাহত লিভারপুলের জয়যাত্রা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ইংলিশ লিগে অব্যাহত লিভারপুলের জয়যাত্রা। এবার ওয়াটফোর্ডকে হারিয়ে আসরে ১৬তম জয় তুলে নিলো অরেডরা। এ জয়ে ১৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলে একক আধিপত্য লিভারপুলের।
ইংলিশ লিগে অজেয় লিভারপুল ছুঁটছে অপ্রতিরোধ্য গতিতে। তবে অ্যানফিল্ডে তিন পয়েন্টের জন্য অলরেডদের ঘাম ঝড়িয়েছে, ধুঁকতে থাকা ওয়াটফোর্ড। ৩৮ মিনিটে ডেডলক ভাঙে লিভারপুল, মোহামেদ সালাহ গোলে। এরপর একাধিক গোলের সুযোগ তৈরী করে ওয়াটফোর্ড। কিন্তু গোল আদায় করতে পারেনি। ম্যাচের একেবারে শেষ ভাগে মোহামেদ সালাহ–নিজেদর জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি, দলের ২-০ গোলের জয় নিশ্চিত করেন। তাতেই দশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে লিভারপুল। দুই-য়ে থাকা লেস্টার সিটি’র পয়েন্ট ৩৯।