ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরুর ঠিক আগেই বড় ধাক্কা খেল ভারতীয় দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শুরুর ঠিক আগেই বড় ধাক্কা খেল ভারতীয় দল। আবারও দলটিতে হানা দিলো করোনাভাইরাস। কোভিড আক্রান্ত দলের অধিনায়ক রোহিত শর্মা।
ভারত এবং লেস্টারশায়ারের মধ্যে যে প্রস্তুতি ম্যাচ চলছে। রোহিত প্রস্তুতি ম্যাচে খেললেও শনিবার ব্যাট করতে নামেননি। অথচ ভারতের সাত উইকেট পড়ে গিয়েছিল। যে কারণে জ্বল্পনা শুরু হয়। খেলা শেষে ভারতীয় বোর্ড টুইট করে রোহিতের করোনা আক্রান্ত হওয়ার খবর জানায়। ১ জুলাই এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে টেস্ট। ফলে ভারতীয় অধিনায়কের টেস্টে খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এর আগে ভারতীয় দল ইংল্যান্ড সফর করার ঠিক আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন।তবে তিনি পুরো সুস্থ হয়ে সম্প্রতি ভারতীয় শিবিরে যোগ দেন।