ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো স্পেন
- আপডেট সময় : ০১:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ১৯৭৭ বার পড়া হয়েছে
ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো স্পেন। ১২ বছর পর ইউরোপ সেরার মুকুট পড়লো স্প্যানিয়ার্ডরা। ফাইনালে ইংলিশদের ২-১ গোলে হারিয়ে জার্মানিকে টপকে রেকর্ড চতুর্থবার চ্যাম্পিয়ন হলো স্পেন। সেরা ফুটবলার স্পেনের রদ্রি ও উদীয়মান ফুটবলার হয়েছেন স্বদেশী লামিন ইয়ামাল। তিনটি করে গোলে গোল্ডেন বুট জিতেছেন হ্যারি কেইনসহ ৬ ফুটবলার। যে ম্যাচকে ঘিরে এতো প্রতিদ্বন্দ্বিতার আগুন তা উড়ে গেলো ৯০ মিনিটের যুদ্ধ। যেখানে হেরেছে অভিজ্ঞতা। উড়েছে তারুণ্যের জয়ওগান। ইংল্যান্ডকে হতাশা সাগরে ডুবিয়ে শিরোপা জয়ের আনন্দে আত্মহারা স্পেন। ২-১ গোলে জয়ে রেকর্ড চতুর্থবার উইরোপ সেরার মুকুট পড়লো ইয়ামাল-নিকো উইলিয়ামসরা। সঙ্গে স্পেনের আরও একবার গতি আর নান্দনিক ফুটবলের প্রদর্শনী দেখলো ফুটবল বিশ্বকাপ। একদিন আগেই ১৭ বছরে পা দিয়েছেন বিস্ময় বালক লামিন ইয়ামাল। কথা দিয়েছিলেন শিরোপা জিতে জন্মদিন উৎযাপর করবেন। শিরোপা জয় তো বটেই আসরের উদীয়মান খেলোয়াড় হয়ে কথা রাখলেন ওয়ান্ডাবয়। কাছে গিয়েও না পাওয়ার আক্ষেপে পুড়লো ইংল্যান্ড। চোলের জ্বলে আরও টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হলো ইংলিশদের। দীর্ঘায়িত হলো প্রথম ইউরো জয়ের লালিত স্বপ্ন। অথচ বার্লিনে সমানে সমান দু’দল। বিশেষ করে প্রথমার্ধে। গুছিয়ে আক্রমণে গেলেও রক্ষণ দৃঢ়তায় কেউই জোড়ালো আক্রমণ করতে পারেনি। তবে, সুযোগ এসেছিলো। বিরতির ঠিক আগে এগিয়ে যেত পারতো ইংল্যান্ড কিন্তু স্পেন গোলরক্ষককে ফাকি দিতে পারেনি ফিল ফোডেন। তবে, শুরুর গতিহীন, ঢিমেতালের ফুটবল পাল্টে গেল বিরতির পর। কোন কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে ইংল্যান্ড। ৪৭ মিনিটে লামিন ইয়ামালের পাসকে পূর্ণতা দেন নিকো উইলিয়ামস।
এগিয়ে গিয়ে আক্রমণের ঝড় তুলে স্পেন। তবে,ওই ঝড়ের মাঝেই ইংল্যান্ডের ভরসা হয়ে এলেন বদলি কোল পালমার। দ্বিতীয় আন্তর্জাতিক গোলে ইংলিশদের ম্যাচে ফেরালেন চেলসি ফরোয়ার্ড। তবে এই স্পেন তো অন্য ধাঁচে গড়া। তা আবারও প্রমাণ করলো লা ফুয়েন্তের শিষ্যরা। ৮৬ মিনিটে আবারও স্পেন বাজিমাত। মিকেল ওইয়ারসাবালের এই গোলই ব্যবধান গড়ে দেয় ম্যাচের। প্রথমবার শিরোপা জিততে চেস্টার কমতি রাখেন ইংল্যান্ড। কিন্তু ভাগ্য এদিন সহায় ছিলো তাদের। যার পরিণতি চেয়ে চেয়ে দেখলো ইংলিশরা। বার্লিনের মাঠে শিরোপা উৎযাপনে রঙ্গীন স্পেন।