ইআইবি বাংলাদেশকে ২৫ কোটি ইউরো সহায়তা প্রদান করবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন ক্রয় এবং দেশব্যাপী কোভিড-নাইনটিন টিকাদান কর্মসূচি সফলভাবে পরিচালনার জন্য ইউরোপীয় ইউনিয়নের ব্যাংক এবং বিশ্বের সর্ববৃহৎ বহুজাতিক ঋণ দাতা সংস্থা—ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) বাংলাদেশকে ২৫ কোটি ইউরো সহায়তা প্রদান করবে।
গতকাল ইইউ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-নাইনটিন’এর নেতিবাচক প্রভাব হ্রাসের পাশাপাশি এই আর্থিক সহায়তা বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে সমৃদ্ধ, নাগরিকদের কোভিড-এর প্রভাব থেকে নিরাপত্তা প্রদান এবং টেকসই অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে। ২০২১ সালে দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য খাতের জন্য ইআইবি’র অনুমোদিত বরাদ্দ সাড়ে ৪২ কোটি ইউরো সহায়তার এটা প্রথম ধাপ এবং এর অন্যতম উদ্দেশ্য কোভিড টিকাদানে সুদূরপ্রসারী সহায়তা ও স্বাস্থ্যসেবা সমৃদ্ধকরণ।