ইউএনও’র উপর হামলা জনমনে আরো নিরাপত্তাহীনতার জন্ম দেবে : নাইম আহমেদ
- আপডেট সময় : ০৮:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ইউএনও ওয়াহিদার উপর দুর্বৃত্তদের হামলা, জনমনে আরো নিরাপত্তাহীনতার জন্ম দেবে বলে আশঙ্কা সাবেক ডিএমপি কমিশনার নাইম আহমেদের। অন্যদিকে ফৌজদারি আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেনের অভিযোগ- হামলার ঘটনায় স্থানীয় যুবলীগ নেতাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া এবং অন্য আসামীদের স্বীকারোক্তির নামে এই মামলার তদন্ত ভিন্নখাতে নেয়ার অপচেষ্টা হচ্ছে। বিশেষজ্ঞরা আরো বলেন, নির্মম ওই হামলার মোটিভ ও অপরাধের সুবিধাভোগীদের খুঁজে বের করা সবচেয়ে গুরুত্বপূর্ন এবং সেজন্য প্রয়োজন একটি সঠিক ও পূর্ণাঙ্গ তদন্ত।
২ সেপ্টেম্বর রাত ২টা ২ মিনিট ৫৩ সেকেণ্ড। দিনাজপুর ঘোড়াঘাট ইউএনও-র সরকারি বাসভবন।সিসিটিভি ফুটেজে অস্পষ্ট হলেও বোঝা যায় মই সরিয়ে নেয়ার দৃশ্য।যা ব্যবহার করে ভেন্টিলেটর ভেঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর পৈশাচিক হামলা চালায় দুর্বৃত্তরা। হাতুড়ির উপুর্যপুরি আঘাতে খুলির ভেতর মগজ ঢুকে যায় ওয়াহিদার। একই বাড়ীতে থাকায় হামলাকারিদের নির্মমতা থেকে রক্ষা পাননি ওয়াহিদার বাবা ওমর আলী শেখ।
ওই ঘটনায় দায়ের করা মামলায় রেবের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয় স্থানীয় তিন যুবলীগ নেতাকে। যাদের এরই মধ্যে বহিস্কার করেছে দলটি। আর দুই জন হামলায় সরাসরি যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করছে র্যাএব।
একজন ইউএনও উপর নিমর্ম ওই হামলা জনমনে হামলার আশঙ্কা তৈরী করবে বলে মনে করেন অপরাধ ও আইন বিশেষজ্ঞরা।
দেশজুড়ে আলোচিত এই অপরাধের তদন্ত ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন এই ফৌজদারি আইন বিশেষজ্ঞ।
তড়িঘড়ি না করে একটি সঠিক ও পূর্নাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন বলেও মত দেন তারা।
তদন্ত শেষের আগেই অপরাধীদের বিষয়ে রেবের দেয়া বক্তব্য বর্তমানে কথা বলায় সক্ষম ওয়াহিদার জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে বলেও স্মরণ করিয়ে দেন সুপ্রিমকোর্টের জেষ্ঠ্য এই আইনজীবী।