ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা বাইডেন প্রশাসনের
- আপডেট সময় : ০৩:১৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। রাশিয়াকে প্রতিরোধে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে এই অর্থ ব্যয় করা হবে।
এই প্যাকেজে আর্টিলারি সিস্টেম, সামরিক বাহিনীর সদস্য বহন করার বাহন ও হেলিকপ্টারও থাকছে। বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও আলাপ করেছেন তিনি। বাইডেন বলেন, ‘নতুন এই সহায়তা প্যাকেজে কার্যকর ও ভারী অস্ত্রের ব্যবস্থা থাকছে। তিনি আরও বলেন, এই অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে টেকসই প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে সহায়তা করবে।’
এদিকে, অন্যান্য দেশের কাছে সহজেই তেল-গ্যাস বিক্রির ব্যবস্থা করা হচ্ছে, জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ইউরোপের জ্বালানি সংকটের জন্য রুশবিরোধী মনোভাবকেই দায়ী করেন পুতিন। পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করেছে বলেও উল্লেখ করেন তিনি। ইউক্রেনে আগ্রাসনের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপ মস্কো থেকে জ্বালানি ক্রয় করতো।