ইউক্রেনের একটি রেলস্টেশনে রকেট হামলায় ২২ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ইউক্রেনের একটি রেলস্টেশনে রকেট হামলায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছন অন্তত ৫০ জন। হতাহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।
দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, রুশ হামলার ছয় মাস পূর্তির দিন এ হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এ হামলা চালায় রাশিয়া। অবশ্য এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ। ক্রেমলিনের পক্ষ থেকে কোনো বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করা হয়েছে। এর আগে গত এপ্রিলে রেলস্টেশনে আরেকটি হামলা হয়েছিল। ওই ঘটনায় ৫০ জন নিহত হয়েছেন। বুধবার ইউক্রেন তাদের স্বাধীনতা দিবস পালন করে। এ দিন সকাল থেকেই বাসিন্দাদের হামলার ব্যাপারে সতর্ক করতে কিয়েভে সাইরেনের শব্দ শোনা যায়।