ইউক্রেনের ক্রেমেনচুকের রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জন নিহত

- আপডেট সময় : ০৩:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ইউক্রেনের ক্রেমেনচুকের একটি জনাকীর্ণ শপিংমলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন ১৬ জন, আহতের সংখ্যা ৫৯ । সোমবার বিকেলে ঘটনাটি ঘটে।
ক্রেমেনচুকে অ্যামস্টোর নামে একটি শপিংমলে দুটি রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে হতাহত হন অন্তত ৭৫ জন।
গভর্নর দিমিত্রো লুনিন জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে অনুসন্ধান চালাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে আশঙ্কা করে তিনি বলেন, এটি বেসামরিক লোকদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যক্রম। রাশিয়ার লক্ষ্য হতে পারে, ইউক্রেনের এমন কোনো সামরিক ঘাঁটি বা বহর ওই এলাকায় ছিল না। আঞ্চলিক রেসকিউ সার্ভিস-প্রধান জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো কতজন আছে, সেটি ধারণার বাইরে। হামলা পরবর্তী একটি ভিডিও ফুটেজ টুইটার হ্যান্ডলে পোস্ট করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফুটেজে দেখা যায়, ক্রেমেনচুকের ওই শপিং মলে আগুন জ্বলছে। কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া বের হচ্ছে।
আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।