ইউক্রেনের দিকে অগ্রসর হতে শুরু করেছে রাশিয়ার সামরিক বহর
- আপডেট সময় : ০২:৫১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ইউক্রেনের দিকে অগ্রসর হতে শুরু করেছে রাশিয়ার সামরিক বহর। কৃষ্ণসাগরে নামা যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে শুরু করে স্বল্পপাল্লার ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র, ট্যাংক এবং কামানও এগিয়ে নিচ্ছে রাশিয়া। ইউক্রেন সীমান্তবর্তী উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে এগোচ্ছে বলছে বিভিন্ন সংবাদমাধ্যম । প্রকাশিত ভিডিও এবং ছবির অবস্থান শনাক্ত করে এমনটি দাবি করা হচ্ছে গণমাধ্যমে। এদিকে রাশিয়া বলেছে তারা সংকট নিরসনে পশ্চিমাদের সাথে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাবে।
১৬ ই ফেব্রুয়ারী রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে এমন খবরে আতঙ্কিত পুরো বিশ্ব। এদিকে যুদ্বের সম্ভবনাকে উড়িয়ে দিতে পারছেনা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আর তাই ওই দিন ইউক্রেনী বাসীকে উচু ভবন থেকে জাতীয় পতাকা ওড়াতে এবং একযোগে জাতীয় সঙ্গীত গাওয়ার আহ্বান জানান তিনি
জেলেনস্কি বলেন, রাশিয়া সামরিক অভিযান শুরুর তারিখ ঘোষণা করে তাদের ভয় দেখানোর চেষ্টা করছে। তাই তারা হলুদ-নীল ব্যানার পরে সারা বিশ্বকে তাদের ঐক্যবদ্বতা দেখাবে।
এদিকে সীমান্তে উত্তেজনার মধ্যে কিয়েভে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে থাকা মার্কিন কূটনৈতিক কর্মকর্তাদের ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর লভিভে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হচ্ছে।
এবার চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার ওই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপের সময় এমন উদ্বেগ জানান তিনি। ইউক্রেন ইস্যু নিয়ে বৃহস্পতিবার বার্ষিক বৈঠক করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
কূটনৈতিক আলোচনার মাধ্যমে এখনও ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকানো সম্ভব বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাথে ফোলানাপে এ কথা জানান তিনি।
ইউক্রেন সংকট সমাধানে সোমবার দেশটির রাজধানী কিয়েভ সফর করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। আজ আবারো এ বিষয়ে বৈঠক করতে মস্কো সফরে যাচ্ছেন তিনি
একদিকে রাশিয়া বলেছে তারা সংকট নিরসনে পশ্চিমাদের সাথে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাবে অন্যদিকে তাদের সেনাবাহিনীকে ধাবিত করছে যুদ্বের দিকে। ইউক্রেনের খারকিভ শহরের সীমান্তবর্তী রাশিয়ার বেলগরদ অঞ্চলে একটি সেনাবহর ইউক্রেন সীমান্ত এলাকার দিকে এগিয়ে যাচ্ছে, এমন ভিডিও প্রকাশ হয়েছে সিএনএনের এক প্রতিবেদনে
এসব ভিডিওর বেশিরভাগই রাশিয়ার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ইউটিউব এবং টিকটক অ্যাকাউন্টে পাওয়া। কিছু স্যাটেলাইট ছবিও রয়েছে এর মধ্যে। রোববার এসব ভিডিও প্রকাশ করা হয়।