ইউক্রেনের হাসপাতালে রুশ হামলার নিন্দা জাতিসংঘ-ইউনিসেফের
- আপডেট সময় : ০৮:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ইউক্রেনে হাসপাতালেও হামলা চালাচ্ছে রুশ সেনারা। এতে বহু হতাহতের খবর আসছে। এ ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এর তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও ইউনিসেফ। এদিকে, যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করতে পারে রাশিয়া। এর ঠিক বিপরীত দাবি করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের বিরুদ্ধে একই অভিযোগ ছুঁড়ে দিয়েছে রাশিয়া। এদিকে, তুরস্কে.. রাশিয়া ও ইউক্রেনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মারিওপোল শহরের প্রসূতি ও শিশু হাসপাতালে রুশ বিমান হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছে। এই বিমান হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে, এ হামলার দায় অস্বীকার করেছে রাশিয়া।
মারিওপোলে হাসপাতালে বোমা হামলার নিন্দা জানিয়ে এই ঘটনাকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
ইউক্রেনে হাসপাতালে হামলা নিয়ে কঠোর সতর্ক বার্তা দিয়েছে ইউনিসেফ। একই সাথে এ হামলাকে বিবেকবর্জিত বলেছে সংস্থাটি। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন এ ধরনের হামলা দ্রুত বন্ধ করতে হবে।
ইউক্রেনে আগামী দিনগুলোতে তাপমাত্রা অনেক কমে যেতে পারে। তখন কিয়েভ অভিমুখী ৪০ মাইল দীর্ঘ রাশিয়ার সামরিক বহরের ট্যাংকে থাকা সেনারা ঠান্ডায় জমে মারা যেতে পারেন বলে শঙ্কা জানিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। একই ধরনের আশঙ্কার কথা বলেছেন যুক্তরাজ্যের সাবেক সেনা কর্মকর্তা কেভিন প্রাইস। তাঁর মতে, তাপমাত্রা নিচে নেমে গেলে রাশিয়ার ট্যাংকগুলো এক একটি ৪০ টন ফ্রিজারে পরিণত হবে।
ইউক্রেনের আগ্রাসন শুরু করার পর থেকেই বিশ্বব্যাপী বিক্ষোভের মুখে পড়েছে পুতিন। তবে, উল্টো চিত্র দেখা গেছে সিরিয়ায়। দেশটিতে বিশাল বিলবোর্ডে শোভা পাচ্ছে প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও ভ্লাদিমির পুতিনের ছবি। রাশিয়ার পক্ষে লেখা হয়েছে বিভিন্ন স্লোগানও।
ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করতে পারে রাশিয়া। বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এ তথ্য জানান। তবে, এমন তথ্যের পালটা জবাব দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, আমেরিকার সহযোগিতায় জীবাণু অস্ত্র তৈরি করছিল ইউক্রেন। এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এতে সতর্ক দৃষ্টি রাখবে দুই দেশ।
রাশিয়ার মতো বিশাল শক্তিধর বাহিনীর সঙ্গে ১৫ দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের যোদ্ধারা। এতে সেনাদের সঙ্গে যোগ দিয়েছেন বেসামরিক লোকজনও। এদিকে, তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হয়েছে। তবে, কোন পক্ষই সমঝোতায় আসতে পারেনি।