ইউক্রেনে রুশ হামলার পর থেকে বিশ্ব নেতারা নড়েচড়ে বসেছেন
- আপডেট সময় : ০৭:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ইউক্রেনে রুশ হামলার পর থেকে বিশ্ব নেতারা নড়েচড়ে বসেছেন। ভবিষ্যতে কি ঘটতে পারে তা নিয়েও অনেক রকম হুমকির মুখে রাশিয়া। কিন্তু, সব কিছু উপেক্ষা করেই ইউক্রেনে হামলা শুরু করেছে রুশ সামরিক বাহিনী।
পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন আন্তর্জাতিক মহলের নিষেধাজ্ঞা ও নানা হুমকি উপেক্ষা করেই শেষ পর্যন্ত ইউক্রেনে হামলা চালালো রাশিয়া।
হামলার পরই, জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস মানবতার জন্য রাশিয়াকে যুদ্ধ থেকে থেকে সরে আসার আহ্বান জানান। তিনি বলেন, ইউক্রেনে আক্রমণ শুধু ওই দেশই ধ্বংস হবেনা, এর প্রভাব ছড়িয়ে পড়বে গোটাবিশ্বে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়া “অভূতপূর্ব বিচ্ছিন্নতার” সম্মুখীন হয়েছে এবং ইইউ কর্তৃক আরোপিত আরো কঠোর নিষেধাজ্ঞা দ্বারা আক্রান্ত হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পুতিন একটি পরিকল্পিত যুদ্ধ বেছে নিয়েছে, যা বিপর্যয়কর, জীবনহানী এবং মানুষের দুর্ভোগ নিয়ে আসবে। তিনি আরো বলেন, জি-সেভেন নেতাদের সাথে এ বিষয়ে কথা বলবেন তিনি। বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন, রাশিয়াকে এর জন্য চড়া মূল্য দিতে হবে।
সামরিক হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও বলেছেন, অযাচিত হামলার জন্য বিশ্ববাসী রাশিয়াকে কখনোই ক্ষমা করবে না। যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো এর উচিৎ জবাব দেবে।
ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ ইউক্রেনে–রাশিয়ার বেপরোয়া হামলার নিন্দা জানিয়ে বলেন, ন্যাটো মিত্ররা পরিস্থিতি মোকাবেলায় মিলিত হবে।