ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব গৃহীত
- আপডেট সময় : ০৬:০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। সাধারণ পরিষদে ভোট দানে বিরত থাকে বাংলাদেশ।
। উত্থাপিত রেজুলেশনটির পক্ষে ১৪১ ভোট, বিপক্ষে রাশিয়াসহ পাঁচটি দেশ এবং ৩৫টি দেশ ভোট দানে বিরত থাকে। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিশেষ অধিবেশনে ভোট শেষে দেখা যায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা ভোট দানে বিরত ছিল। অন্যদিকে নেপাল, ভুটান, আফগানিস্তান ও মালদ্বীপ রেজুলেশনের পক্ষে ভোট দেয়। রেজুলেশনে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এদিকে, ইউক্রেনে রুশ আগ্রাসনে দেশটি থেকে ১০ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি একটি টুইটার পোস্টে বলেছেন, মাত্র সাত দিনে ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে ১০ লাখ শরণার্থীর প্রস্থান দেখা গেছে।