ইউক্রেনে হামলার ষষ্ঠ দিনেও থেমে নেই রুশ সেনাদের ধ্বংসযজ্ঞ
- আপডেট সময় : ০৮:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ইউক্রেনে রাশিয়ার হামলার ষষ্ঠ দিনেও থেমে নেই রুশ সেনাদের ধ্বংসযজ্ঞ। প্রাণ বাঁচাতে সাধারণ মানুষ মরিয়া হয়ে ছুটছে নিরাপদ আশ্রয়ে। শহরগুলোতে দেখা দিয়েছে খাদ্য সংকট। চরম মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন নগরবাসী। জাতিসংঘের তথ্যানুযায়ী, এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে অন্তত ৫ লাখ মানুষ।
এই কান্না থামার নয়, এই কান্না ভুলার নয়। তাই তো প্রিয় বাসস্থানের ধ্বংস যজ্ঞ দেখে অশ্রুস্নাত কান্নায় ভেঙ্গে পড়ছেন এই ইউক্রেনীয়। মাতৃভূমির এমন ধ্বংস লীলার মধ্যেও নিজেদের টিকিয়ে রাখতে চালিয়ে যাচ্ছে সংগ্রাম।
তবে এর বিপরীত চিত্রও দেখা যায় ইউক্রেনের পথে প্রান্তে। প্রাণ বাচাতে সাধারণ মানুষ মরিয়া হয়ে খুঁজে বেড়াচ্ছেন নিরাপদ আশ্রয়। সড়ক গুলোতে গাড়ীর দীর্ঘ লাইন বলে দিচ্ছে স্বদেশ ছাড়তে মরিয়া বাসিন্দারা। যারা গাড়ী পাচ্ছেন না, তারা দু’ পায়ের ওপর ভর করে ছুটছে প্রতিবেশী কোন দেশে। যেখানে আশ্রয় মিলবে, জুটবে খাবারও।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইউক্রেন ছেড়েছে ৫ লাখ মানুষ। রোমানিয়া, হাঙ্গেরি, মোলডোভায় এবং স্লোভাকিয়ায় আশ্রয় নিচ্ছেন তারা। মেট্রো স্টেশন কিংবা বাসার বেসমেন্টে ঘন্টার পর ঘন্টা পার করছেন বাঁচার আশায়।
ইউক্রেন দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের বাসিন্দারা দিন কাটাচ্ছেন চরম বিপর্যয়ের মধ্যে। খাদ্য সংকট দেখা দিয়ে এই শহরে। এতে মানবিক বিপর্যয়ে মধ্য দিয়ে দিন কাটিচ্ছে নগরবাসী।