ইউক্রেন ইস্যুতে তার দেশের পিছু হটার কোনো সুযোগ নেই: পুতিন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ইস্যুতে তার দেশের পিছু হটার কোনো সুযোগ নেই।
যুক্তরাষ্ট্র ও ন্যাটো যদি এক্ষেত্রে আগ্রাসী কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে রাশিয়াও ‘কড়া জবাব’ দেবে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি। ইউক্রেনকে ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চলমান অচলাবস্থার মধ্যেই এমন হুঁশিয়ারী পুতিনের। বুধবার রাশিয়ার সামরিক কর্মকর্তাদের এক সভায় দেয়া বক্তব্যে পুতিন প্রশ্ন রাখেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের কী কাজ? রাশিয়া কী পদক্ষেপ নিতে পারে- সে বিষয়ে অবশ্য খুলে বলেননি রাশিয়ার প্রেসিডেন্ট। তবে সম্প্রতি দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ ইউরোপকে যে সতর্কবার্তা দিয়েছেন, তাতেই এই ইস্যুতে দেশটির অবস্থান স্পষ্ট হয়ে গেছে।