ইউক্রেন ইস্যু শান্তিপূর্ণভাবে সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভ্লাদিমির পুতিন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ইউক্রেন ইস্যু শান্তিপূর্ণভাবে সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার মস্কোয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সীমান্তে সেনা উপস্থিতি বাড়ানোকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর তীব্র উত্তেজনার মধ্যেই সোমবার মস্কো সফরে যান ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। পরে, বৈঠকে সীমান্ত উত্তেজনা নিরসনের উপায় খুঁজে বের করতে খোলামেলা আলোচনা করেন দুই নেতা। আলোচনার মাধ্যমে সংকট সমাধানে রাশিয়াকে এগিয়ে আসার আহ্বান জানান ম্যাক্রোঁ। একইদিন, কিয়েভ সফরে যান জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেও আপাতত কোনো রকম অস্ত্র কিংবা সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করা হবে না বলে জানিয়েছেন তিনি।