ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ মহামারিকে আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে
- আপডেট সময় : ০২:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ কোভিড-১৯ মহামারিকে আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। এমন শঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউক্রেনে টিকা দেয়ার হার কম হওয়ায় এমন সতর্কতা দিচ্ছে সংস্থাটি।
ডব্লিউএইচও জানায়, যুদ্ধ বিধ্বস্ত এলাকায় কোভিড সংক্রমণ আগের সপ্তাহের তুলনায় কমেছে। তবে, যুদ্ধ পরিস্থিতিতে আরও গুরুতর রোগ এবং মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ ছাড়া ২০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে আশপাশের যেসব অঞ্চলে পালিয়েছে, তার মধ্যে কিছু অঞ্চলে টিকাদানের হার কম হওয়ায় ঝুঁকি থেকে যাচ্ছে বলে মনে করছে ডব্লিউএইচও।
ডব্লিউএইচও’র রোববার প্রকাশিত কোভিড-১৯ পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন এবং আশপাশের দেশগুলোতে ৩ থেকে ৯ মার্চের মধ্যে নতুন করে কোভিডে আক্রান্ত শনাক্ত হয়েছে মোট সাত লাখ ৯১ হাজার ২১ জন। এবং ওই সময়ে কোভিডে মারা গেছে আট হাজার ১২ জন