ইউক্রেন-রুশ আলোচনা শুরু
- আপডেট সময় : ০৭:৫৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চলমান সংঘাত নিয়ে আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। বেলারুশ সীমান্তের গোমেল শহরে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কিয়েভের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এবং প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক রয়েছেন।আলোচনায় প্রাধান্য পাচ্ছে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার।
এক দিকে শান্তি আলোচনা অন্যদিকে আগ্রসন। দু’টি চলছে সমান তালে। বিশ্ব সম্প্রদায়ের চাপে কিছুটা নমনীয় রাশিয়া। তাই কিছুটা সময় নিয়ে এগুতে চাইছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন জয় যতটা সহজ ভেবেছিল পুতিন সরকার। বাস্তবতা অকেটা সুদূর পরাহত। অন্তত যুদ্ধের ময়দান তাই বলছে। প্রতিপক্ষের সাথে পেরে উঠতে কিছুট বেগ পেতে হচ্ছে রাশিয়াকে।
চার দিনের যুদ্ধে রাশিয়ার ৫ হাজার ৩০০ সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। যদিও এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ইউক্রেনকে ‘এখন’ই ইউরোপীয় ইউনিয়নের সদস্য করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়াকে একঘরে করতে জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে একটি প্রস্তাব পাস হয়েছে। এছাড়াও রুশ সেনাদের প্রতিরোধে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
ইউক্রেন সেনাদের সঙ্গে লড়াই করতে এবার রাশিয়ার পক্ষে দেশটিতে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বেলারুশ।
ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, কিয়েভের চারপাশ ঘিরে রেখেছে রুশ বাহিনী। চর্তুদিক থেকে চালানো হচ্ছে গোলাবর্ষণ। পাচ কিলোমিটার লম্বা কনভয় নিয়ে অগ্রসর হচ্ছে রাজধানী দখলে। পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেন সেনাবাহিনীও।
রাশিয়ার এই সামরিক অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ সরব পশ্চিমা বিশ্ব । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিকল্প হলো তৃতীয় বিশ্বযুদ্ধ।
রাশিয়ার হামলায় বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে হোস্তোমিল বিমানবন্দরে বিমানটি ধ্বংস করা হয় বলে জানান তিনি।