ইউক্রেন সেনাদের অবিলম্বে অস্ত্র সমর্পণের আহ্বান রাশিয়ার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ইউক্রেনের মারিওপোলে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধরত ইউক্রেন সেনাদের অবিলম্বে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার বিকেলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে রাশিয়ান ন্যাশনাল সেন্টার পর ডিফেন্স ম্যানেজমেন্টের ডিরেক্টর জেনারেল কর্নেল মিখাইল মিজিনসেভ ইউক্রেনের সেনাদের আহ্বান জানিয়ে বলেন, ‘মারিওপোলে ভয়ানক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। রুশ বাহিনীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করুন। যারা অস্ত্র সমর্পণ করবেন, তাদেরকে মারিওপোল থেকে নিরাপদে বের হওয়ার সুযোগ দেয়া হবে।বিবৃতিতে তিনি আরও জানান, আজ থেকে মারিওপোলের মানবিক করিডোর খুলে দেয়া হবে।এদিকে, রোববার রুশ বাহিনী মারিওপোলের আরও ১২ কিলোমিটার ভেতরে অগ্রসর হতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে মস্কো। সেনারা শহরের নিকোলস্কের বসতির কাছাকাছি পৌঁছে গেছে।