ইউনিভার্সেল মেডিকেল কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৮:২৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ দুই দিনব্যাপী কর্মশালার উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় প্রথম দিন ১৬ই মার্চ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান। ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ এনামুল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস
<span;>চেয়ারম্যান প্রকৌশলী দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী, পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাঃ এ কে মাহবুবুল হক (অব:), এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ উত্তম কুমার পাল এবং হাসপাতালের উপদেষ্টা ডাঃ এ কে এম জাফর উল্যাহ।
অনুষ্ঠানে বক্তারা ‘মুজিব বর্ষে স্বাস্থ্যখাত, এগিয়ে যাবে আরো একধাপ’ এই শ্লোগানে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জনসাধারণের স্বাস্থ্যসেবায় আরো অধিক মনোযোগসহ জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার উপর গুরুত্বআরোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিশেষজ্ঞ চিকিৎসকসহ ইন্টার্ন চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৭ই মার্চ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ একটি র্যালি অনুষ্ঠিত হয়।