ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ
- আপডেট সময় : ০৮:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ এবং স্থানীয় সরকার মনোয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এ সময় স্থানীয় সরকার মনোয়ন বোর্ডের সদস্যের উপস্থিতিতে প্রার্থীদের মনোয়ন চূড়ান্ত করা হয়। ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। এরমধ্যে রংপুর বিভাগের দুই ইউনিয়নে মোঃ মাহামুদুল হাসান, মো. আসাদুজ্জামান খন্দকার। রাজশাহী বিভাগে শাহ্ আল শফি আনসারী। মো.আনোয়ার হোসেন। খুলনা বিভাগে মো. এরশাদ আলী সরদার। বরিশাল বিভাগে মোস্তাফিজুর রহমান মো. ফখরুল ইসলাম। এ. কে. এম. জাকির হোসেন। ঢাকা বিভাগে মো. রুহুল আমিন, মো. মনিরুল হক মিঠু, মো. নিজাম উদ্দিন, নাসরিন সুলতানা, মুজিবুল হক ও নুর উল্লাহ। কুমিল্লা জেলায় মো. ওবায়েদুর রহমান, মো. জামাল উদ্দিন মো. মহিউদ্দীন মিঠু কে মনোনয়ন দেয়া হয়।