ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতা অব্যাহত : গাইবান্ধায় বিজয়ী সদস্যকে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০৭:২২:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
- / ১৮১১ বার পড়া হয়েছে
সারাদেশে ইউপি নির্বাচন-পরবর্তী বিচ্ছিন্ন সহিংসতা অব্যাহত রয়েছে। গাইবান্ধার লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফকে হত্যা করা হয়েছে। রাতে বাড়ি ফেরার পথে এক যুবক তাকে রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা, শিক্ষক ও শিক্ষার্থীরা। পুলিশ বলছে, হত্যাকারী আরিফকে গ্রেপ্তারসহ ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে তারা।
আব্দুর রউফ….ছিলেন…. গাইবান্ধার লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক। ১১ নভেম্বরের দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হন।
নবনির্বাচিত ইউপি সদস্য রউফ উচ্ছসিত মনে বেরিয়েছিলেন সৌজন্য সাক্ষাতে। রাত সাড়ে ১১… এলাকা গোবিন্দরপুর মসজিদ সংলগ্ন ব্রিজ। নির্মাণ কাজ চলছিলো। সেখানে পৌঁছে মোটরসাইকেল থেকে নেমে হেঁটে পার হওয়ার উদ্যোগ নেন। এ সময় পিছন থেকে আরিফ নামে এক যুবক অতর্কিতভাবে রউফের মাথায় লোহার রড দিয়ে এলোপাথাড়ি আঘাত করে এবং পালিয়ে যায়।
এসব তথ্য দিয়েছেন আশেপাশে থাকা এলাকাবাসী। তারা আরো জানান, মেম্বার রউফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিক্ষুব্ধ জনগণ রাতেই ভাংচুর শেষে ঘাতক আরিফের মোটরসাইকেল- বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
সকাল থেকে গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের লক্ষ্মীপুর বাজারের এক কিলো পথ অবরোধ করে রাখে। গাছের গুঁড়ি ও ডালপালা ফেলে চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করে বিক্ষোভকারীরা। দুই পাশে আটকে পড়ে শত শত যানবাহন।
এদিকে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা। আরিফকে ধরতে পুলিশের অভিযান চলছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলে জানান পুলিশ।
হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি স্থানীয়দের।