ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও টটেনহামের জয়
- আপডেট সময় : ১০:০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে নিজ নিজ লিগে জিতেছে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও টটেনহাম। লা লিগায় সেল্টা ভিগোকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল। ইপিএলে উলভসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে টটেনহাম আর বোর্নমাউথের সঙ্গে আর্সেনালের জয় ৩-০ গোলে। তবে, বুন্দেসলিগায় হোচট খেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। শেষ মুহুর্তের চরম নাটকীয়তায় ব্রেমেনের কাছে ৩-২ গোলে হেরেছে বরুশিয়া।
অঘটন নাকি রূপ কথার গল্প। ৮৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষের নাটকে জার্মান বুন্দেসলিগায় হার দেখলো বরুশিয়া ডর্টমুন্ড। ৩-২ গোলের অবিশাস্য জয়ে অনন্যা উচ্চতায় ওয়েদের ব্রেমেন।
৮৯ থেকে ৯৫ এই ছয় মিনিটে লন্ডভন্ড ডর্টমুন্ড রক্ষণ। ব্রেমেনের হয়ে রূপ কথার জন্ম দিলেন লি বুচানান নিকলাস স্কামিডিট। ওলিভার বার্ক।
অথচ পুরো ম্যাচে চেনা ছন্দে বরুশিয়া ডর্টমুন্ড। দুই অর্ধে দুই গোল দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছিলো বরুশিয়া। যা বেস্তে গেছে শেষ মুহুর্তের চরম নাটকীয়তায়।
লা লিগায় ব্যতিক্রম রিয়াল মাদ্রিদ। টানা দ্বিতীয় জয়ে উড়ছে গ্যালাক্টিকো শিবির। যদিও এদিন আক্রমণে এগিয়ে ছিল সেল্টা ভিগো।
তবে গোলের খেলায় এগিয়ে রিয়াল মাদ্রিদ। ১৪ মিনিটে গোল মেশিন করিম বেনজেমাকে দিয়ে শুরু।
এরপর লুকা মদ্রিচ, ভিনিসিউস জুনিয়র ও ভালভার্দের গোলে ম্যাচের নিয়ন্ত্রন নেয় আনচেলত্তির দল।
মাঝে এক গোল শোধ দিয়ে ম্যাচের ফেরার ইঙ্গিত দেয় সেল্টা ভিগো। তবে, রিয়ালের বড় জয়ে বাধা হতে পারেনি। শিরোপা ধরে রাখার অভিযানে কার্লো আনচেলত্তির দল পেল টানা দ্বিতীয় জয়।
ইপিএলে প্রত্যাশিত জয় পেয়েছেন টটেনহাম আর্সেনাল। হ্যারি কেনের একমাত্র গোলে উলভাহাম্পটনকে হারিয়েছে স্পার্সরা। আর বোর্নমাউথের সঙ্গে আর্সেনালের জয় ৩-০ গোলে। ২০০৪-৫ মৌসুমের পর প্রথমবার প্রথম তিন ম্যাচের জয়ের স্বাদ পেলো গানাররা।