ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রাতে মাঠে নামছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও পিএসজি
- আপডেট সময় : ০৭:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রাতে মাঠে নামছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও পিএসজি’র মতো বড় দলগুলো। লা লিগায় স্প্যানিশ জায়ান্টদের প্রতিপক্ষ রিয়াল বেটিস। ম্যাচটা শুরু হবে রাত সোয়া ৯টায়। বুন্দেসলিগায় রাত সাড়ে ১১টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখ। এছাড়া ফ্রেঞ্চ লিগে রাত ২টায় পিএসজি মোকাবেলা করবে রেনেসের বিপক্ষে। আর ইপিএলে রাত সাড়ে ১১টায় চেলসি’র প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেড।
বর্তমানে সহজেই দুই ভাগে বিভক্ত করা যায় বার্সেলোনাকে, চ্যায়ম্পিয়ন্স লিগে যেখানে উড়ছে সেখানে এই দলটাই কিনা লা লিগায় ধুকছে মাঠের লড়াইয়ে। তিন ম্যাচে ইউসিএলে শতভাগ জয় কাতালান জায়ান্টদের। বিতরীতে লিগের অবস্থা যাচ্ছে তাই। কোম্যানের দল এখন লিগ টেবিলে ১২ নম্বরে।
নতুন মৌসুমে ৬ ম্যাচ খেলেছে বার্সা। যার শেষ চারটাতেই জয় অধরা। এমন অবস্থায় রিয়াল বেটিসকে আতিথ্য দেবে কাতালান জায়ান্টরা। যে দলটার বিপক্ষে শেষ ১৮ ম্যাচের একটাতে হেরেছে কাতালানরা। তাই আত্মবিশ্বাসে এগিয়ে থেকেই মাঠে নামবে বার্সেলোনা।
বার্সায় ইনজুরি সমস্যা আছে। কুতিনিও, আরাহো, উমতিতি আগে থেকেই বাইরে। তবে খেলা যেহেতু বার্সার মাঠে, আর প্রতিপক্ষটা যখন রিয়াল বেটিস। তখন পূর্ণ পয়েন্ট তুলে নেয়ার স্বপ্ন দেখছে বার্সা বস।
(চ্যাম্পিয়ন্স লিগে ছেলেরা সেরাটা দেয়ার চেস্টা করেছে। তবে, কিছু ভুল হয়েছে, বিশেষ করে রক্ষণভাগে। যদিও সেগুলো নিয়ে আমরা এখন ভাবছি না। বেটিসের বিপক্ষে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তবে, জয়ের বিষয়ে আশাবাদি আমরা।)
প্রতিপক্ষ রিয়াল বেটিসকে পেয়ে যখন সুসময়ের খোঁজে বার্সেলোনা। তখন কোম্যানের চিন্তা লিওনেল মেসির অফ ফর্ম। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে পেনাল্টি থেকে করা ৪ গোলই আর্জেন্টাইন তারকার সম্বল। তারপরও আশায় বুক বাঁধছেন বার্সা কোচ।
কাগজে-কলমে বার্সার প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল। তবে, জার্মান লিগে বায়ার্ন মিউনিখের লড়াই হবে সমানে সমান। ৬ ম্যাচে প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ডের সমান ১৫ পয়েন্ট হলেও, গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে বায়ার্ন। টাইটেল রেইসে প্রধান প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ব্যবধানেও এগিয়ে যেতে চায় বাভারিয়ানরা।
বিপরীতে বরাবরাই ইংয়া ট্যালেন্টের আতুরঘর ডর্টমুন্ড শিবির। সানচো, ইউলিয়ানদের মতো তরুন তারোকারা ডর্টমুন্ডের চালিকা শক্তি। তাই ঘরের মাঠে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় বরুশিয়া ডর্টমুন্ড।