ইউরোপিয়ান দুই লিগে জয়রথ অব্যাহত রিয়াল মাদ্রিদ ও পিএসজি’র
- আপডেট সময় : ০৯:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
জয়রথ অব্যাহত ইউরোপিয়ান দুই লিগের টেবিল টপার রিয়াল মাদ্রিদ ও পিএসজি’র। লা-লিগায় ঘরের মাঠে গেটাফেকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। আর ফ্রেঞ্চ লিগে ক্লেরমঁকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে মেসি-নেইমার এমবাপ্পের পিএসজি।
শেষ হয়ে আসছে মৌসুম, সময় যত ঘনিয়ে আসছে ততই শিরোপার দিকেও এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।লিগে নিজেদের ৩১তম ম্যাচে গেটাফেকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পূনরুদ্ধারের আরও কাছে গ্যালাক্টিকোরা।
রিয়াল মাদ্রিদের আক্রমণে শুরু থেকেই দিশেহারা গেটাফে। যদিও গোলের জন্য গ্যালাক্টিকোদের অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ মুহুর্ত পর্যন্ত। ভিনিসিয়াসের অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন ক্যাগেমিরো।এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শেষ গোলটা হয়েছে ৬৮ মিনিটে। রাইট উইংগার রদ্রিগোর পাসে জয়ের ব্যবধান বাড়ান ভাসকুয়েজ।
দাপুটে জয়ে ৭২ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে রিয়াল মাদ্রিদ। তালিকার দ্বিতীয়স্থানে থাকা সেভিয়া চেয়ের ১২ পয়েন্ট বেশি।
ফ্রেন্স লিগ ক্লেরমকে গোল বন্যায় ভাসিয়েছে পিএসজি। শুরুটা নেইমারের কল্যাণে।
এরপর কখনো এমবাপ্পে, কখনো নেইমার। তাদের একের পর এক গোলে দিশেহারা স্বাগতিক শিবির। দুজনেই করেছেন হ্যাটট্রিক। অ্যাসিস্টও আছে একটা করে।
গোল না পেলেও অ্যাসিস্টের হ্যাটট্রিক হয়েছে মেসির। মৌসুমে যা দ্বিতীয়বার। লিগ ওয়ানে লিওর আগে এই কীর্তি গড়তে পারেনি আর কেউই।
মাঝে এক গোল শোধ দিলেও বড় হারের লজ্জ্বা এড়াতে পারেনি ক্লেরমঁ।