ইউরোপে অমিক্রন ধরনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিশ্বজুড়ে উদ্বেগ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ইউরোপের দেশগুলোতে করোনার অমিক্রন ধরনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ ধরনের গতি-প্রকৃতি সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেননি। এর মধ্যেই করোনা ভাইরাসের আরও একটি ধরনের কথা সামনে এসেছে। যার নাম ডেলমিক্রন।
ডেলটা ও অমিক্রন ধরনের সমন্বিত রূপ- ডেলমিক্রনকে উচ্চ সংক্রমণ ক্ষমতার ধরন বলে মনে করা হচ্ছে। এর উপসর্গও মারাত্মক। ডেলমিক্রনের সম্ভাব্য সাধারণ কিছু উপসর্গ হলো- উচ্চ তাপমাত্রা, ক্রমাগত কাশি, স্বাদ-গন্ধে পরিবর্তন, মাথাব্যথা, সর্দি ও গলাব্যথা। মডার্নার প্রধান চিকিৎসা কর্মকর্তা পল বুর্টন জানান, কোনো ব্যক্তি একই সময়ে ডেলটা ও অমিক্রন ধরনে আক্রান্ত হলে নতুন শক্তিশালী ধরনের আবির্ভাব হতে পারে। এ ধরন দুটি নিজেদের মধ্যে জিন অদল-বদল করবে এবং অনেক বেশি বিপজ্জনক ধরন হিসেবে আবির্ভূত হচ্ছে।