ইউরোপে বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার
- আপডেট সময় : ০২:২২:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বিশ্ব জুড়ে করোনার সংক্রমণ চতুর্থ ওয়েভের আশংকা করা হচ্ছে। ইউরোপের বেশকিছু অঞ্চলে সংক্রমণের হার বেড়েই চলেছে। লাগাম টানতে টিকা নেয়ার ওপর জোর দিচ্ছে ইউরোপীয় দেশগুলো।
প্রায় সাত দিন ধরে দৈনিক ৪০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে জার্মানিতে। জার্মানির রাজধানী বার্লিনে গত সোমবার থেকে টিকা না নেয়া লোকজনের ওপর লকডাউন শুরু হয়েছে। পানশালা, রেস্তোরাঁ, সিনেমা হল এবং বিনোদন কেন্দ্রগুলোতে প্রবেশে পূর্ণডোজ টিকাপ্রাপ্তির প্রমাণ দেখাতে হচ্ছে। ইউরোপে টিকাদানের ধীরগতির দেশগুলোর অন্যতম জার্মানি ও অস্ট্রিয়া। করোনাভাইরাস থেকে সুরক্ষায় টিকার পূর্ণ ডোজ না নেওয়া প্রায় ২০ লাখ মানুষকে লকডাউনে রেখেছে অস্ট্রিয়া। দেশটিতে করোনার সংক্রমণ সম্প্রতি বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ। এদিকে ফ্রান্সে ৫ম ঢেউয়ের আশংকা করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট এমানুয়ের ম্যাক্রো। এছাড়া করোনার উৎপত্তি স্থল চীনে আবারো নতুন করে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। বেশ কয়েকটি শহরে ইতিমধ্যে লকডাউন দিয়েছে স্থানীয় গভর্ণর। শীতের শুরুতেই সংক্রমণ বাড়ছে কানাডাতেও। অন্যদিকে, পর্তুগাল ও স্পেন সর্বোচ্চ পর্যায়ে টিকাদান নিশ্চিত করে সর্বনিম্ন করোনার সংক্রমণ ধরে রাখতে সক্ষম হয়েছে।