ইতালিয়ান নাগরিকের হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪
- আপডেট সময় : ০৪:১৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
- / ১৭৫৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ইতালিয়ান নাগরিকের হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িত চার ছিনতাইকারীকে গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।
সকালে সিএমপি উপ পুলিশ কমিশনার দক্ষিনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২ জানুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি থেকে প্রোগ্রাম শেষে পায়ে হেটে জামালখানের উদ্দেশ্যে রওনা হন ফ্রিল্যান্স ফটোগ্রাফার ইতালিয়ান নাগরিক ক্রিস্টিনা জ্যাম্যা ক্যাপরা। কাজির দেউরির নির্জন এলাকায় পৌছনোর সঙ্গে সঙ্গে সিএনজি অটোরিক্সায় আসা একদল ছিনতাইকারি তার পথ রোধ করে হাতব্যাগ নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। সিসিটিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে গতকাল সন্ধ্যায় চকবাজার এলাকা থেকে মো. রুবেল নামের এই ছিনতাইকারী চক্রের হোতাকে গ্রেফতার করা হয়। পড়ে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ৩ জনকে গ্রেফতার করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে কখনো সিএনজি চালকের ছদ্ম বেশে আবার কখনো পথচারী ছদ্মবেশে নগরজুরে ছিনতাই করে আসছে বলে জানায় পুলিশ।