ইতালিয়ান লিগ সিরি আ’র চলতি মৌসুম শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ
- আপডেট সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ইতালিয়ান লিগ সিরি আ’র চলতি মৌসুম শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। প্রতিযোগিতার আগামী মৌসুম কবে থেকে শুরু হবে সে বিষয়েও চূড়ান্ত করেছে সংস্থাটি।
২০ অগাস্টের মধ্যে এবারের লিগ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরপর মাত্র দশ দিনের বিরতি দিয়ে ১ সেপ্টেম্বর থেকে নতুন মৌসুম চালু করতে চায় ইতালি ফুটবল ফেডারেশন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গেলো ৯ মার্চ থেকে স্থগিত হয়ে আছে সিরি লিগ। খেলোয়াড়রা ব্যক্তিগত অনুশীলনে ফিরলেও, ১৮ মে থেকে দলীয় অনুশীলন শুরু করার কথা ছিলো ক্লাবগুলোর। কিন্তু ইতালিয়ান সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে না পারায় সেটি পিছিয়ে দেয়া হয়েছে। ১৩ জুন লিগ শুরু’র পরিকল্পনা করেছিলো কর্তৃপক্ষ। সেটিও স্থগিত করা হয়েছে ১৪ জুন পর্যন্ত। স্থগিত থাকা সিরি আ’র চলতি মৌসুম শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা তা জানা যাবে ২৮ মে। সেদিন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দেশটির সরকার।