ইতালিয়ান সিরি-আ’য় জিতেছে জুভেন্টাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
ইতালিয়ান সিরি-আ’য় জিতেছে জুভেন্টাস। অ্যাওয়ে ম্যাচে সাসৌলো ২-১ গোলে হারিয়েছে তুরিনের ক্লাবটিকে। এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে গোলশূন্য ড্র হয়েছে ক্রিস্টাল প্যলেস ও লিডস ইউনাইটেডের ম্যাচে।
ঘরের মাঠে শুরুতেই জুভেন্টাসের উপর চড়াও হয় সাসৌলো। এগিয়ে যায় ম্যাচের ৩৯ মিনিটে। ডি-বক্সের ভেতরে ডোমেনিকো বেরারডির দারুণ এক পাসে গোল করেন গিয়াকোমো রাসপাদোরি। প্রথমার্ধের শেষ মিনিটে সমতায় ফেরে জুভেন্টাস। স্কোরশিটে নাম তোলেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। বিরতি’র পর আরও গোছালো আল্লেগ্রি’র শিষ্যরা। ম্যাচের ৮৮ মিনিটে মইস কিনের গোলে লিড নেয় জুভেন্টাস। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তুরিনের ক্লাবটি।