ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ‘অলিম্পিক লরেল’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন ড. ইউনূস
- আপডেট সময় : ০২:৩৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি হিসেবে অধ্যাপক ইউনূস ‘অলিম্পিক লরেল’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন ড. ইউনূস। ঢাকা থেকে জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। এর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা উঠে অলিম্পিকের ৩২তম আসরের।
পর্দা উঠলো টোকিও অলিম্পিকের। করোনা মহামারির মধ্যেই মাঠে গড়ালো ৩২তম আসর। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী বিশ্ব। তবে, করোনার মধ্যেও মাঠে ছিলো দর্শক প্রবেশের অনুমতি।
বরাবরের মতো এবারও বাংলাদেশ দর্শকের আগ্রহের কেন্দ্র বিন্দুতে টোকিও অলিম্পিক। যে পালে এবার বাড়তি মাত্রা যোগ করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূল। প্রথম বাংলাদেশী হিসেবে জিতেছেন অলিম্পিক লরেল নামের বিশেষ সম্মাননা।
টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন না প্রফেসর ইউনূস। ঢাকা থেকে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিশেষ এই সম্মাননায় উচ্ছ্বসিত ইউনূস, নিজেদর ফেসবুক পেজে দিয়েছেন স্ট্যাটাস। একইসঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত না হতে পেরে দুঃখ প্রকাশ করেছেন এই অর্থনীতিবিদ।
পাঁচ বছর আগে ‘অলিম্পিক লরেল’ সম্মাননা দেওয়া শুরু করে আইওসি। খেলাধুলার উন্নয়নের জন্য বিশেষ কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়েছেন ইউনূস।
এর আগে, ২০০৬ সালে ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য কমানোর স্বীকৃতিস্বরূপ নোবেল পান ড. ইউনূস।