ইতিহাসের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় পচাত্তরের আগস্ট ট্র্যাজেডি
- আপডেট সময় : ০৭:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
বাংলাদেশের রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় পচাত্তরের আগস্ট ট্র্যাজেডি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে অনুমোদনহীন সহযোগী সংগঠনের বিরুদ্ধে দলের কঠোর অবস্থানের কথা জানিয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বৃহস্পতিবার সকালে শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে প্রথমে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গনে তাঁর প্রতিকৃতিতে এবং পরে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, তারুণ্যের অহংকার এবং একজন সৃষ্টিশীল অনন্য প্রতিভার দৃষ্টান্ত শহীদ শেখ কামাল।
পরে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস এবং মহানগর ও সহযোগী সংঠনের নেতাকর্মীরা।
এদিকে, বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে দিনটি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
এছাড়া বনানী করস্থান প্রাঙ্গনে দোয়া ও মিলাদ-মাহফিলের আয়োজন করে কেন্দ্রীয় যুবলীগ, এতে অংশ নিয়ে শহীদ শেখ কামালের আদর্শকে ধারণ করতে নেতাকর্মীদের আহবান জানান সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
আপস রক্তাক্ত বিশ্বাসঘাতকতার সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় ৭৫’র আগস্ট ট্র্যাজেডি