ইতিহাসে সর্বোচ্চ ঘাটতি নিয়ে পেশ হতে যাচ্ছে এবারের বাজেট
- আপডেট সময় : ০২:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ইতিহাসে সর্বোচ্চ ঘাটতি নিয়ে পেশ হতে যাচ্ছে এবারের বাজেট। ৬০ শতাংশ পরিচালন ব্যয়ে ঋণের সুদ পরিশোধ হবে ৬৮ হাজার ৫৮৯ কোটি টাকায়। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ আবার ৬২ হাজার কোটি টাকা আর বৈদেশিক ঋণের সুদ ৬ হাজার ৫৮৯ কোটি টাকা।
উন্নয়ন ব্যয়ের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি’র আওতায় রাখা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি; যা কিনা চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে ২০ হাজার ১৭৯ কোটি টাকা বেশী। এছাড়া উন্নয়ন ব্যয়ে এডিপি বহির্ভূত কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি সমুন্নত রাখা হয়েছে ২ হাজার ৫৮৮ কোটি টাকা। এবার ৩ লাখ ৩০ হাজার কোটি টাকার কর সংগ্রহ করলেই করের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে। এছাড়া এনবিআর’এর বহির্ভূত কর ১৬ হাজার কোটি টাকা পাবে সরকার। সরকারের আয়ের লক্ষ্যমাত্রার বাকি ৪৩ হাজার কোটি টাকা আসবে কর ব্যতীত প্রাপ্তি থেকে। আগামী অর্থবছরে সরকার বিদেশ থেকে মাত্র ৩ হাজার ৪৯০ কোটি টাকা পাওয়ার আশা করছে। রাজস্ব আয়ের সব অনুমান ঠিকঠাক থাকলেও চলতি অর্থবছরে ঘাটতি দাঁড়াবে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকার। যদি বৈদেশিক অনুদান না পাওয়া যায়, তবে ৬ দশমিক ২ শতাংশ ঘাটতি মেটাতে সরকারকে বিকল্প উৎস থেকে টাকার সন্ধান করতে হবে। ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা পেতে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকার ব্যাংক ঋণ, আর ৩২ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি পরিকল্পনা রয়েছে। বাকি ৫ হাজার ১ কোটি টাকা সংগ্রহ করা হবে অন্য খাত থেকে।