ক্ষমতায় গেলে বিচার বহির্ভূত সব হত্যাকান্ডের বিচার করা হবেঃ মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ক্ষমতায় টিকে থাকতে সরকার ইতিহাসকে বিকৃত করার অপরাজনীতিতে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের ও বঙ্গবন্ধু হত্যায় জড়িয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের তীব্র নিন্দাও জানান তিনি। গণতন্ত্রের কন্ঠরোধ করতে ডিজিটাল আইনের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে বিচার বহির্ভূত সব হত্যাকান্ডের বিচার করা হবে। দুপুরে গুলশানে বিএনপি’র সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ঘটনায় জিয়াউর রহমানকে জড়িয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের জড়িয়ে ক্ষমতাসীনদের দেয়া নানা বক্তব্যের সমালোচনা করেন।
রাষ্ট্রীয় সংস্থাগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সরকার অপরাজনীতি করছে বলেও দাবি করেন তিনি।
গণমাধ্যমে প্রচারিত বঙ্গবন্ধুর খুনি মাজেদের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় গেলে সব বিচার বর্হিভুত হত্যাকান্ডের বিচার করা হবে।