ইনজুরির কারণে চলিত মৌসুমে আর খেলতে পারবেন না পল পগবা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ইনজুরির কারণে চলিত মৌসুমে আর খেলতে পারবেন না ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবা। কাফ ইনজুরির কারনে দল থকে ছিটকে গেছেন এই ফরাসি তারকা।
চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না ম্যান ইউর। শিরোপা দৌড় থেকে ছিটকে গেছে অনেক আগেই। লিগে শীর্ষ পাঁচে টিকে থাকাটাও অনিশ্চিত রেড ডেভিলদের। ঠিক এমন সময় ইনজুরিতে পড়লেন পগবা। মাঠের বাইরে থাকতে হবে কমপক্ষে চার সপ্তাহ। তাই মৌসুমে আর দেখা যাবে না তাকে। চলতি মৌসূমেই শেষ হচ্ছে ম্যান ইউ’র সাথে পগবার চুক্তি। এতে রেডডেভিল জার্সিতে আর দেখা যাবে না ফরাসি তারকাকে। মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে পগবা নাম লেখাবেন দল বদলের বাজারে। ২০১৬ সালে রেকর্ড ৮৯ মিলিয়ন ইউরোতে জুভেন্টাস থেকে পগবাকে দলে নিয়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেড।