ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
৫৩ জন নাবিকসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার কেআরআই নাঙ্গালা-৪০২ নামের সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে ।
শনিবার এক সংবাদ সম্মেলনে সাবমেরিনটি ডুবে যাওয়ার কথা নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী । নিখোঁজ হয়ে যাওয়া সাবমেরিনটি ডুবে গেছে বলে ঘোষণা করেছে সেদেশের সামরিক বাহিনী। এর ৫৩ আরোহীকে জীবিত উদ্ধারের আশাও শেষ হয়ে গেছে বলে জানান তারা । নৌবাহিনী প্রধান ইউডো মারগোনো জানান, একটি স্ক্যানারে ধরা পড়েছে সাবমেরিনটি ৮৫০ মিটারে গভীরে রয়েছে । যা মানুষের বেঁচে থাকার গভীরতা সীমার চেয়ে বেশি । সাবমেরিনটি ৫০০ মিটার গভীর পর্যন্ত চলাচলের জন্য নির্মিত । যেসব জিনিস পাওয়া গেছে তার মধ্যে রয়েছে জায়নামাজ, গ্রিজের একটি বোতল ,যা লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহার করা হয় । বুধবার সকালে বালি উপকূল থেকে ৬০ মাইল দূরে জার্মান তৈরি সাবমেরিনটি নিখোঁজ হয় ।