ইবিতে ছাত্রী নির্যাতনের তদন্তের তথ্য পর্যালোচনা শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গঠিত তদন্ত কমিটির পর্যালোচনা শুরু হয়েছে।
সকালে কমিটির আহ্বায়ক অধ্যাপক রেবা মণ্ডলের কক্ষে কমিটির সদস্যরা উপস্থিত হন। এ সময় দেশরত্ন শেখ হাসিনা হলের দুই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে কমিটির সদস্য অধ্যাপক দেবাশীষ শর্মার কক্ষে আরেক দফা আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক মুর্শিদ আলম ও সদস্য সচিব আলীবদ্দীন খান।
দেবাশীষ শর্মা বলেন, চলমান তদন্তের তথ্যগুলোর পর্যালোচনা চলছে। সাত কর্মদিবসের মধ্যে তদন্তের কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। এর আগে গতকাল পর্যন্ত টানা তিন দিন ভুক্তভোগী ও অভিযুক্ত ছাত্রীদের সাক্ষাৎকার গ্রহণ করেন তারা।
একইসাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ঘটনার রাতে হলে অবস্থানরত প্রত্যক্ষদর্শীদের সাথেও কথা বলেন কমিটির সদস্যরা।