ইব্রাহীমের শিল্পকর্ম অবাক করে সবাইকে
- আপডেট সময় : ০১:৪৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
হাত নেই। অচল দুই পা’ও। অথচ তিনি মুখে রঙ তুলি ধরে অবাক করা ছবি আঁকেন। তার আকর্ষনীয় চিত্রকর্মের চাহিদা সবখানে।বলছি নওগাঁর ইব্রাহীমের কথা। করোনায় পুলিশের অবদান স্মরণ করে আইজিপি ড. বেনজীর আহমেদের প্রতি অকৃত্রিম ভালবাসা থেকে এঁকেছেন তার ছবি। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশিষ্টজনদের ছবি ইব্রাহিমের নিপুন ছোয়ায় জীবন্ত হয়ে উঠেছে। তার এমন ইচ্ছা শক্তি দেখে অনুপ্রানিত হচ্ছেন অন্যরাও।
ছোট বেলা থেকেই ছবি আঁকায় পটু ইব্রাহীম। পল্লী বিদ্যুতে চাকরী করতে গিয়ে ২০০৫ সালে, এক দূর্ঘটনায় হারিয়ে গেছে দু’হাত।অনুভূতি হারায়, দু’ পা-ও।
এরপরও থেমে থাকেননি ইব্রাহীম। হুইল চেয়ারে বসে মুখে তুলি ধরে রঙের আঁচরে সৃষ্টি করে চলেছেন আকর্ষনীয় চিত্রকর্ম। তার এই প্রবল ইচ্ছা শক্তির কাছে হারিয়ে গেছে শত প্রকিবন্ধকতা। রঙ তুলিতেই এখন চলছে সংসার।
ইব্রাহীমের অদম্য ইচ্ছা শক্তি এখন দৃষ্টান্ত জেলার শিশু, যুবক সকলের কাছে। তবে আর্থিক অনটনের সংসার, তাই সহযোগিতা চান ইব্রাহীমের পরিবারের সদস্যরা।
ইব্রাহীমের শিল্পকর্ম অবাক করে সবাইকে। তার আঁকা ছবির চাহিদা সবখানেই। তাই এই কাজে তাকে সহযোগীতার আশ্বাস দিচ্ছেন স্থানীয় সমাজ সেবা কর্মকর্তা।
নিজের তৈরী শিল্পকর্মের একটি বড় প্রদর্শনী করতে চান প্রতিবন্ধী ইব্রাহীম। এতে সহযোগীতা চান তিনি।