ইভিএম কেনার ব্যয়বহুল সিদ্ধান্ত স্থগিত করা উচিৎ : টিআইবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ইভিএম নিয়ে বড় ধরনের বিতর্ক রয়েছে। এমন মন্তব্য করে ১৫০টি আসনে ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনের নেয়া সিদ্ধান্ত স্থগিত করার পাশাপাশি এর রাজনৈতিক, কারিগরি এবং অর্থনৈতিক যৌক্তিকতা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন টিআইবি-র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, গণতান্ত্রিক সুশাসন উত্তরণে করণীয়, শীর্ষক এই সংবাদ সম্মেলনে ড. ইফতেখা আরো বলেন, নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতে আইনি সংস্কারের প্রতি ইসির আরো বেশী মনোযোগী হওয়া প্রয়োজন। অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সবার আস্থা অর্জন নির্বাচন কমিশনের দায়িত্ব। চলমান আর্থিক সংকটের মাঝে ইভিএম কেনার ব্যয়বহুল সিদ্ধান্ত পুনরায় ভেবে দেখা প্রয়োজন বলেও মত দেন ড. ইফতেখারুজ্জামান।