ইভিএম পদ্ধতিতে একটি আসনেও নির্বাচনে যাবে না জাতীয় পার্টি : জিএম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি ইভিএম পদ্ধতিতে একটি আসনেও নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ আসনেই লড়ার প্রস্তুতি নিচ্ছে দলটি।
বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে মাদক বিরোধী আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, দেশ এক সংঘাতময় পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার দিকে যাচ্ছে।
নির্বাচিত প্রতিনিধিদের হাতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চায় জাতীয় পার্টি। রাজনীতি এখন বড় ব্যবসা মন্তব্য করে জিএম কাদের বলেন, ব্যবসায়ীরা এখন রাজনীতি নিয়ন্ত্রণ করছে।
তাই ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ থেকে রাজনীতিকে মুক্ত করা না গেলে দেশের কল্যাণ হবে না।
রাজনৈতিক সিন্ডিকেট বন্ধ করতে না পারলে মাদকের ভয়াবহতা থেকেও জাতিকে মুক্ত করা যাবে না বলে হুঁশিয়ার করেন তিনি।