ইমরান খানের ভাগ্য নির্ধারণ ৪ এপ্রিল
- আপডেট সময় : ০৯:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব নতুন করে উত্থাপন করা হয়েছে। সাতদিন আলোচনার পর ৪ এপ্রিল চূড়ান্ত ভোট নেয়া হবে। এদিকে ইমরান খান অভিযোগ তুলেছেন, তার সরকারকে উৎখাতে বিদেশী অর্থ ব্যবহার করা হচ্ছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, ইমরান খানের বিরুদ্ধে গত ৮ মার্চ পার্লামেন্টের নিম্নকক্ষ- জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী দলগুলো। এদিকে, অনাস্থা ভোটকে কেন্দ্র করে গতকাল ইসলামাবাদে সমাবেশ করেছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ । সমাবেশে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিদেশি অর্থ ব্যবহার করে পাকিস্তানে সরকার পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। জাতীয় স্বার্থে আপস করবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ২৫ মার্চ দেশটির সংসদ অধিবেশনে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের দাখিল করা অনাস্থা প্রস্তাব আজ পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করা হয়।