ইমাম ওয়াদুদ খান হত্যা মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত
- আপডেট সময় : ০৬:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মুকসুদপুরে ইমাম ওয়াদুদ খান হত্যা মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে অন্য দুই আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা ও ১২ জনকে খালাস দেয়া হয়েছে
আসামীদের উপস্থিতিতে এ রায় দেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্বাস উদ্দীন। ২০১৬ সালের ৮ জুলাই মুকসুদপুর উপজেলার চাওচা পূর্ব পাড়ার মসজিদের ইমাম ওয়াদুদ খান ওরফে জিন্নাত খান বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিলেন। এসময় জমি নিয়ে বিরোধের জেরে আসামীরা তাকে কুপিয়ে হত্যা করে।
সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুলছাত্রীকে হত্যার দায়ে সঞ্জয় চন্দ্র সরকার নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এ রায় দেন। প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় ৯ম শ্রেণীর ছাত্রী পুজা সরকারকে ২০২১ সালের ৩ মে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সে।
১৩ কার্যদিবসে জয়পুরহাটে একটি মাদক মামলায় মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম সারোয়ার এই রায় দেন। ২০২১ সালের ১৯ জানুয়ারি আক্কেলপুর উপজেলার গঙ্গাপ্রসাদ এলাকায় নাজমুল হোসাইন নামে এক যুবকের কাছ থেকে প্রায় ৫৫ গ্রাম হেরোইন জব্দ করে রেব।